BDIX Server Tester
Test BDIX Server
The results of this tool may not be 100% accurate. Please keep this in mind while using this tool.
BDIX কি?
BDIX এর পূর্ণরূপ হল "Bangladesh Internet Exchange".
এটি এমন একটি সেবা যা সাধারনত Broadband ISP (Internet Service Provider) গুলো দিয়ে থাকে।
সাধারনত প্রত্যেক ISP তাদের কাস্টমারদের উচ্চ গতিতে ফাইল ডাউনলোড এর সুবিধা প্রদান করার জন্য নিজস্ব FTP (File Transfer Protocol) Server ব্যাবহার করে থাকে।
এবং, BDIX এমন একটি সিস্টেম যা এই FTP Server গুলোকে একসাথে সংযুক্ত করে। অর্থাৎ FTP Server গুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে BDIX এর মাধ্যমে। যার ফলে কোনো একজন ব্যবহারকারী BDIX এর মাধ্যমে সহজেই দেশের একটি এলাকাতে থেকেও অন্য একটি এলাকার FTP Server থেকে উচ্চ গতিতে ফাইল ডাউনলোড করতে পারেন।
BDIX প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় ২০১৪ সালে।