Unicode to Bijoy Converter
Convert Unicode Text to Bijoy
ইউনিকোড কী?
ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণি ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদন্ডে নিয়ে আসা ছিল ইউনিকোডের মূল লক্ষ্য। ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি বর্ণের জন্য একটি করে নম্বর প্রদান করে ফলে কম্পিউটারে একটি ভাষার সাথে অন্য একটি ভাষার সংঘর্ষ হয় না। যেহেতু কম্পিউটার শুধু সংখ্যা বোঝে এবং ইউনিকোডের মাধ্যমে ভাষাকে সংখ্যায় রূপান্তর করা হয়, তাই কম্পিউটারের সাথে আমরা যে কোনো ভাষায় কথা বলতে পারি। বর্তমানে ইউনিকোডে ১০,০০০ এরও বেশি বর্ণ তালিকাভুক্ত রয়েছে।
ইউনিকোড কনসোর্টিয়াম নামের একটি সংস্থা ইউনিকোড এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ফি দিয়ে সংস্থাটির সদস্য হতে পারে। বিশ্বের প্রায় সব প্রধান কম্পিউটার সফ্টওয়্যার ও হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানসমূহ সংস্থাটির বর্তমান সদস্য। যেমন, Apple Computer, Microsoft, IBM, Xerox, HP, Adobe Systems এবং আরও অনেক প্রতিষ্ঠান যারা টেক্সট-প্রসেসিং স্ট্যান্ডার্ড সম্পর্কে আগ্রহী।